নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আগামী ৬ থেকে ৭ দিন কমতির দিকে থাকবে শীতের প্রবাহ। তবে এর পরেই শুরু হবে শীতের প্রকোপতা। আগামী ৬-৭ দিন পর শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি মাসে ২ টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছিরো আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে একটি হতে পারে তীব্র শৈত্যপ্রবাহের। মাত্রা নামতে পারে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস।
বিশেষ করে উত্তরাঞ্চলে আগামী ১২ বা ১৩ জানুয়ারির পর থেকে এ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
