নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ২০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে জেলায় গত ২৪ ঘন্টায় করোনা রোগী সনাক্ত হয়েছে ২৮ জন। ১৬ সেপ্টেম্বর বুধবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় আড়াইহাজার উপজেলা থেকে ৯ জন, বন্দর উপজেলা এলাকায় ১১ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৮১ জন, রুপগঞ্জ উপজেলা এলাকায়১২ জন, ইউএস বাংলায় ২৬ জন, সদর উপজেলায় ৪৬ জন এবং সোনারগাঁয়ে ১৮ জন নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনা করোনায় আক্রান্তদের মধ্যে আড়াইহাজারে ২ জন, সিটি কর্পোরেশন এলাকায় ১৮ জন, রুপগঞ্জে ১ জন, সদর সদর উপজেলায় ৫ জন এবং সোনারগাঁয়ে ২ জন সহ জেলায় মোট করোনা রোগী সনাক্ত হয়েছে ২৮ জন।
গত ২৪ ঘন্টায় ২৮ জন সহ জেলায় মোট করোনা রোগী সনাক্ত হয়েছে মোট ৬ হাজার ৬২১ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যূ বরণ করেছে ১৪০ জন,সুস্থ হয়েছে মোট ৬ হাজার ২৯২ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
