আবহাওয়া
প্রতিকি ছবি

ভারতে ১২০-১৪০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী ঘুর্ণিঝড় নিসর্গ-ভয় নেই বাংলাদেশের

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ভারতে আঘাত হেনেছে শক্তিশালী সাইক্লোন নিসর্গ। ৩ জুন বুধবার দুপুর ১ টায় ভারতের মহারাষ্ট্রের উপকুলবর্তী দক্ষিণ আলিবাগ অঞ্চলে আঘাত হেনেছে সাইক্লোন নিসর্গ।

এটি তান্ডব চালাবে তিন ঘন্টা। তবে ঘুর্ণিঝড় নিসর্গ বাংলাদেশে আঘাত আনার কোন সম্ভবনা নেই।

সাইক্লোন আম্পানের দুই সপ্তাহ পর ভারতে আবারো আঘাত হানল ঘুর্ণিঝড় নিসর্গ। গত ১০০ বছরে ভারতের মুম্বাইয়ে আঘাত হানা প্রথম ঘর্ণিঝড় এটি। ৩ জুন বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

 

ঘন্টায় ১২০-১৪০ কিলোমিটার বেগে আছড়ে পরছে এই ঝড়। আবহাওয়া বিদরা আগেই এর পুর্বাভাস দিয়েছিল। আবহাওয়ার পুর্বাবাসের পর শুরু থেকেই ভারত সরকার এটি মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল।


শক্তিশালী ঘুর্ণিঝড় নিসর্গ ”এর উৎপিত্তিহস্থল আরব সাগরে ,তাই বাংলাদেশে আঘাট আনার কোন সম্ভবনা থাকছেনা। তবে এর প্রভাবে বাংলাদেশর সকল স্থানে দমকা হওয়া বৃস্টিপাত হতে পারে।

বুধবার-নারায়ণঞ্জে করোনায় আক্রান্ত ১০৪-িবিস্তরিত পড়তে ক্লিক করুন

নারায়ণয়ণগঞ্জ হতেপারে করোনায় রেড জোন-সরকারের ঘোষনার অপেক্ষ-ক্লিক করুন

সুখবর-কমছে করোনা ভাইরাসের শক্তি-পড়ুতে ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*