নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আজ থেকে দেশের কয়েটি স্থানে আনুষ্ঠানিক ভাবে চালু হচ্ছে ফাইভ-জি । সরকারি মোবাইল অপারেটর টেলিটক রাজধানীসহ দেশের ছয়টি এলাকায় পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করবে আজ থেকে।
১২ ডিসেম্বার রবিবার সন্ধা ৭ টায় রাজধানীর রেডিসন ব্লুতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েএই সেবার উদ্বোধন করবেন।
রাজধানীর চারটি এলাকার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি ৩২ নম্বর, বাংলাদেশ সচিবালয়, সংসদ ভবন। একই সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়াতেও এ সেবা চালু হচ্ছে আজ থেকে।
এরপরে রাজধানীর অতি গুরুত্বপূর্ণ ২০০ টি স্থানে এ সেবা চালু করা হবে। দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোনগুলোতে ২০২২ সালের পর টেলিটক ও বিটিসিএলের মাধ্যমে এই সেবা চালু করার প্রস্তুতির কাজ চলছে।