নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আলোচিত বুয়েট ছাত্র আবরার হত্যার রায় আজও ঘোষনা করা হয়নি। সকাল থেকেই আবার হত্যা মামলার রায়কে ঘিরে আদালতে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়।
- করোনার নতুন ধরনের নাম ‘ওমিক্রন’-যেনে নিন কতটা ভয়ঙ্কর..!!
- আরও পড়ুন:-৩ মাস আটকে রেখে স্কুলছাত্রীকে গনধর্ষণ-ধারণ করা হয়েছে ধর্ষণের ভিডিও
- আরও পড়ুনঃ ৪৬ বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য-সংসদে শিক্ষামন্ত্রী
জোরদার করা হয় আদালত প্রঙ্গনের নিরাপত্তা ব্যাবস্থা। আবরার হত্যা মামলার ২২ আসামীকে সকাল ৯ টায় আনা হয় আদালতে। আদালতে উপস্থিত ছিলেন আবারের বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যগন। একই সাথে উপস্থিত ছিলেন আবরার হত্যা মামলার আসামীদের পরিবারের লোকজনও।
আজ দুপুর ১২ টায় রায় ঘোষনার কথা ছিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে। মামলার রায় প্রকাশ করা কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। রায় ঘোষনার তারিখ পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর ।
রায় পেছনোর কারন হিসেবে বলা হয়েছে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্ত-তর্কের ভিত্তিতে আবরার হত্যা মামলার রায় প্রস্তুতে আরও সময় প্রয়োজন।