নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আলোচিত রিফাত হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নি সহ মোট ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে । তবে ৪ জনকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
৩০ সেপ্টম্বর বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন..
- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩)
- আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১)
- মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯)
- রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২)
- মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)
বেকসুর খালাস প্রাপ্তরা হলেন….
- মো. মুসা (২২)
- রাফিউল ইসলাম রাব্বি (২০)
- মো. সাগর (১৯)
- কামরুল হাসান সায়মুন (২১)
উল্লেখ্য যে,২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে তুলে নিয়ে জন সম্মুখে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যোমে ভাইরাল হয় এবং তাৎক্ষনিক ভাবে আসামীদের গ্রেফতার করা হয়।