নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত ২৪ ঘন্টায় জেলায় কমেছে করোনার আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু বরণ করেনি কেউ । তবে নমুনা সংগ্রহের সংখ্যাও ছিল অনেক কম। ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা জেলার রুপগঞ্জ উপজেলায়।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আড়াইহাজার উপজেলায়২ জনের, বন্দর উপজেলায় ৯ জনের, সিটি এলাকায় ১৬ জনের, সদর উপজেলায়২২ জনের, রুপগঞ্জ উপজেলায় ৩ জনের এবং সোনারগাঁও জেলায়৪ জনের করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলো থেকে ৩০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ৪০৯ টি । যার মধ্যে জেলায় মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৩ হাজার ১৯১ জনের।
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৬ জন। নতুন মৃত্যু না থাকায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৯৬। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৩৩৭৭ জন।নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮.৪৮ ভাগ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
