আশরাফুলের সেঞ্চুরিতেও হেরে গেল কলাবাগান ক্রীড়াচক্র।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আশরাফুলের সেঞ্চুরি করলওে শষে রক্ষা করতে পালনো কলাবাগান ক্রীড়াচক্র। রেলিগেশন পর্বের প্রথম ম্যাচেই ব্রাদার্সের কাছে হরেছেে ৩৩বল বাকি থাকতেই। শুরুতে ব্যাট করে উইকে হরয়িে ২৫২ রান

করে কলাবাগান। তবে মিজানুর রহমানের ১১৫ রানের ৪৪. ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন। ১৩৭ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত আশরাফুল এবং ওয়ালিউল করিম ৯৫ বলে ৭৯ রানের দারুণ ইনিংস খেলেন । প্রিমিয়ার লিগে আসরাফুলনেএটি টানা তৃতীয় সেঞ্চুরি। চলতি মৌসুমে ঢাকা লিগে পাঁচটি সেঞ্চুরি করেন তিনি। ঘরোয়া লিগের এক আসরে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রেকর্ড এট।ি ছাড়া মুনিম শাহরিয়ার ৩৫ আর ফারুক হোসেন ২৮ রান করেন। ব্রাদার্সের সোহরাওয়ার্দী শুভ ৫৩ রানে দয়িে নয়িছেনে ২টি উইকেট।  ব্রাদার্সের পক্ষে অন্য ব্যাটসম্যানদের মধ্যে ইয়াসির আলী ৪৫ নাজমুস সাদাত ৩২ রান করেন। কলাবাগানের জাইমুল হাসান নেয় টি উইকেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া