নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আড়াইহাজারে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী। ৩ ফেব্রুয়ারী রবিবার সন্ধায় আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রুমা আক্তার। রুমা আক্তার মাধবদী গ্রামের মোহর আলীর মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ মাস আগে একই গ্রামের মতিন মিয়ার ছেলে কাউসারের সাথে নিহত রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ব্যবসার নাম করে রুমার পরিবারের কাছে যৌতুক দাবী করতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় বাকবিতন্ডা লেগে থাকতো।
এরই জেরে রবিবার স্বামী কাউসার রুমা আক্তারকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে বিছানায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা রুমার লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধূর লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক হুমায়ন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার স্বামীকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
