নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জোর আড়াইহাজারে হাত, পা এবং মুখ বাধাঁ অবস্থায় সবুজ ২৪) নামের এক ব্যাটারিচালিত অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৯ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার তিলচন্দী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সবুজ আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। নিহতের স্বজনরা জানায়, সবুজ অটোরিক্সা চালাতে গেলে সোমবার বিকেলে শেষ কথা হয় সবুজের সাথে। রাত ১০ টায় তার মোবাইলে ফোন করা হলে সে ফোন ধরছিলনা।
মঙ্গলবার ভোরে আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কে তিলচন্দী এখাকায় রাস্তার পাশে একজনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন-দেখে নিন মুসলিম দেশ সহ বিশ্বের যেসব দেশে বোরকা ও হিজাব পড়া নিষিদ্ধ
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সবুজকে হাত, পা এবং মুখ বেধেঁ ও শ্বাসরোধ করে হত্যা করে অটোরিক্সাটি ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
