নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আড়াইহাজারে ৯ বছরের শিশুকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনা ধর্ষণের শিকার শিশুটির মা বাদি হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ প্রদান করেছে।
২২ ফেব্রুয়ারি রাতে শওন নামের এক বখাটে শিশুটিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ করার পর শাওন পালিয়ে যায়।
ধর্ষণে শিকার শিশুর মা থানায় ধর্ষক শাওন ও তার মাকে অভিযুক্ত করে অভিযোগ প্রদান করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শাওনের মাকে আটক করে।
এ বিষয় আড়াইহাজার থানা ওসি আক্তার হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে ১ জন কে আটক করা হয়েছে,প্রধান আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
