নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ইন্দোনেশিয়ায় বিমান বিদ্ধস্ত- লায়ন এয়ার বোয়িং ৭৩৭ নামের একটি বিমান উড্ডয়নের কয়েক মিনিট পর সমুদ্রে বিধ্বস্ত হয়েছে ১৮৯ জন যাত্রী নিয়ে।
স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে ফ্লাইট জেটি-৬১০ পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা জাকার্তা থেকে রওনা করে। উড্ডয়নের ১৩ মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের সাথে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, এটি নিশ্চিত যে বিমানটি
বিধ্বস্তহয়েছে।
সবচেয়ে সাশ্রয়ী মূল্যে যাতায়াতের লায়ন এয়ার। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম বিমানসংস্থাগুলির লায়ন এয়ার একটি
চেটি কিনা সাশ্রয়ী মূল্যে যাতায়াতের দিক দিয়ে এটি দ্বিতীয় স্থান দখল করে রয়েছে।
বিমানের কোন যাত্রী বেচে অাছে কিনা ত এখনোা নশ্চিত হতে পারেনি তদন্ত বা উদ্ধারকারী দল।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
