নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগমী ১লা এপ্রিল। ১ লা এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল প্রকার কোচিং বন্ধের নির্দেশ প্রদান করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, পাবলিক পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ থকলেও নানাভাবে কোচিং সেন্টার গুলো খোলা রাখার চেষ্টা করে, তাই এ আদেশ জারি করা হয়েছে।
২৫ মার্চ সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে তিনি এসব কথা বলেন।
পরিক্ষার্থীকে অবশ্যই ৩০ মিনিট আগে পরিক্ষার হলে থাকারো নির্দেশ প্রদান করেন তিনি। তবে কোন অনির্বায কারনে দেরি হলে তা পরিক্ষার হলে বিস্তারিত কারন দর্শন করে প্রবেশ করতে হবে বলেও তিনি জানান।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
