নারায়ণগঞ্জ বাণী২৪ ঃ ১লা আগস্ট রবিবার থেকে পোশাক শিল্প সহ সকল রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩০ জুলাই শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয আগামী ১ আগস্ট রবিবার সকাল ৬টা হতে সব শিল্প কারখানা বিধি নিষেধের আওতা বহির্বুুত রাখা হল।
এর আগে আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা, সাপ্লাই চেইন ভেঙ্গে পরা, বন্দর জট সহ সার্র্বিক অর্থনীতি বিবেচনায় নিয়ে গত ২৯ জুলাই বৃহষ্পতিবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে ব্যাবসায়ী সংগঠনের শীর্র্র্ষ নেতার।
বৈঠকে চলমান সর্র্বাত্বক লকডাউনের মধ্যেই পোশাক শিল্প সহ সব ধরনের শিল্প কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ করেন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, ঢাকা চেম্বার ও এফবিসিসিআইয়ের নেতারা।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
