নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশে শুরু হয়েছে করোনার নতুন ধরণ ওমিক্রন এর তান্ডব । ওমিক্রন এর তান্ডব রোধে বিশ্বের বিভিন্ন দেশে গুলো নানা রকম পদক্ষেপ গ্রহন করেছে।
আরও পড়ুন’ ”ভয়ঙ্কর ওমিক্রন”-যে বিশেষ কঠোর নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ইতিমধ্যে অনেক দেশ ওমিক্রন সংক্রমিত দেশ গুলোর সাথে আকাশ যোগাযোগ বন্ধ ঘোষনা করেছে। বাংলাদেশেও ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হচ্ছে।
- আরও পড়ুন:-৩ মাস আটকে রেখে স্কুলছাত্রীকে গনধর্ষণ-ধারণ করা হয়েছে ধর্ষণের ভিডিও
- আরও পড়ুনঃ ৪৬ বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য-সংসদে শিক্ষামন্ত্রী
তবে এবার করোনা ভাইরাস ”ওমিক্রন” নিয়ে যে সস্তির খবর দিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনো পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমিত হয়ে মৃত্যুর কোনো খবর এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন. আমরা সব প্রমাণ সংগ্রহ করছি এবং যতদূর পারব আমরা আরও বেশি প্রমাণ খুঁজে বের করব। তবে এখনো পর্যন্ত আমি এখনও ওমিক্রনে মৃত্যুর কোনো প্রতিবেদন দেখিনি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
