তাৎক্ষনিক রক্তপাত

কেটে গেলে তাৎক্ষনিক রক্তপাত বন্ধের সহজ ও ঘরোয়া উপায়

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঘরে বা অফিসে কাজ করার সময় মাঝে মধ্যেই কেটে যায় হাতের কোন অংশ বা পায়ের কোন অংশ। আর অনেক সময় বাড়ি বা কর্মক্ষেত্রে থাকে না প্রয়োজনিয় চিকিৎসা উপকরন।

তাই ঘরোয় কিছু বিষয় জানা থাকলে রক্তপাত  খুব সহজেই হাতের কাছে থাকা উপকরন দিয়ে বন্ধ করা যাবে।

হলুদের গুড়া..

হলুদ প্রাকৃতিক এন্টিসেপটিক। কেটে যাওয়া অংশে হলুদের গুড়া দিলে রক্তপাত খুব তারাতারি বন্ধ হয়ে যায়।

লবন পানি….

লবন প্রাকৃতিক প্রতিষেধক। পানিতে লবন মিশিয়ে পানিতে হাতটি ডুবিয়ে রাখুন, দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে।

কফি পাউডার..

কেটে যাওয়া অংশে সামান্য কফির গুরো দিন, কফির গুরো রক্তপাত বন্ধে দ্রুত কার্যকর।

টি ব্যাগ…

হাত-পা কেটে গেলে ব্যবহার করা বা নতুন টি ব্যাগ পানিতে ভিজিয়ে কাটা স্থানে লাগিয়ে রাখুন,দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।