নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ ফতুল্লা উপজেলার জামতলা এলাকায় আবারো লাস উদ্ধার করেছে পুলিশ।
১লা এপ্রিল সোমবার সকালে জামতলার “চিট চ্যাট” রেস্তোরার সামনে থেকে এক নবজাতকের খন্ডিত লাস উদ্ধার করা হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকালে ’চিট চ্যাট’ রেস্তোরার সামনে কুকরের মুখে মানুষের মতো একটা অংশ দেখতে পেয়ে স্থানীয় লোক জন এগিয়ে যায় ও তার নবজাতকের খন্ডিত অংশ দেখতে পায়। পরে সড়কের আরেক পাশ থাকা ময়লার স্তুপে শিশুটির মাথা খুজে পায়।
ফতুল্লা থানার ওসি মন্জুর কাদের বলেন, ধারনা করা হচ্ছে অবৈধভাবে সম্পর্ক স্থাপনের মাধ্যেমে গর্ভপাত করে নবজাতক মেয়ে শিশুটিকে হত্যা করে ফেলে রেখে গেছে।
বিয়টি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে শিশুটির পরিচয় সনাক্ত করার বিষয়ে কাজ করছে বলেও জানিয়ছেন তিনি।
Follow @NBani24livenarayanganj, newsnarayanganj24 narayanganj newspaper
NarayanganjBani24.com NarayanganjBani24.com
