নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হিসেবে নির্বাচিত হয়েছেন জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা নূর হোসাইন কাসেমী।
১৫ নভেম্বর রবিবার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় এই অরাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। একই সাথে সম্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
আলোচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত আমির আল্লামা শফীর পর থেকেই কে হবেন তার উত্তরসূরি হিসেবে কে থাকছেন তা নিয়ে চলছিলা নানা জল্পনা-কল্পনা। আমির ও মহাসচিব নির্বাচিত করা হয় সারাদেশের কাউন্সিলরদের ভোটের মাধ্যেমে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
