নারায়ণগঞ্জ বণী নিউজঃ রাশিয়া বিশ্বকাপে দল ঘোষনা করলো ব্রাজিল।আছেন নেইমার।দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছেন ব্রাজিলীয়ান তারকা নেইমার। অনুশীলনটাও এখনো ঠিকভাবে শুরু করতে পারেননি। তবে বিশ্বকাপের প্রশ্ন এলে নেইমার ছাড়া ব্রাজিল ভাবা যায়না। ঠিক তেমনটাই করলেন ব্রাজিলীয়ান কোচ তিতে। নেইমারকে রেখেই ২৩ সদস্যের ব্রাজিল দল ঘোষনা করলেন তিনি। রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলন করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল ঘোষনা করেন তিনি। দলে নেইমার ছাড়াও আক্রমন ভাগে স্থান পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস, রবার্ত ফিরমিনো, ডগলাস কস্তা এবং তাইসান । এদিকে ইনজুরির কারনে বিশ্বকাপ খেলতে পারবেননা দানি আলভেজ ।
২৩ সদস্যের ব্রাজিলীয়ান দলঃ-
গোলরক্ষকঃ- অ্যালিসন, স্যাসিও, এডারসন মোরায়েস।
ডিফেন্ডারঃ- ড্যানিলো, ফগনার, ফিলিপ লুইস, পেড্রো জেরোমেল, মার্সেলো, মারকুইনহোস, হুয়াও মিরান্ড ও থিয়াগো সিলভা।
মিডফিল্ডারঃ- কাসেমিরো, ফিলিপ কটিনহো, ফার্নান্দিনহো, ফ্রেড, পলিনহো, রেনাতো অগাস্ত ও উইলিয়ান।
ফরওয়ার্ডঃ– নেইমার, ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়ার জেসুস ও তাইসান।
NarayanganjBani24.com NarayanganjBani24.com

