নারায়ণগঞ্জ বাণী২৪,কমঃ নারায়ণগঞ্জে তাবলিগ জামায়াত ও আলেম উলামাদের মধ্যে চলমান বিরোধ প্রসঙ্গে মাওলনা সাদকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, তোমার এত ইসলামের নতুন দর্শন দেওয়ার কি আছে? তোমারে কে লাইসেন্স দিছে? আল্লাহ পবিত্র কোরআনে ঘোষনা করেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তবে কেন ধর্ম নিয়ে এত কিছু?
৯ নভেম্বও শুক্রবার বিকাল রাতে শিমরাইল ট্রাক টার্মিনালে ইমাম ঐক্য পরিষদ সিদ্ধিরগঞ্জ এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন. কোরআন ভাল করে বুঝে জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের নামে কেউ ফ্যাসাদ সৃষ্টি করবেন না, কেউ মসজিদের ইমাম ও আলেমদেরকে অপমান করবেন না।
তিনি আরো বলেন, আল্লাহকে খুশি করার জন্য নারায়ণগঞ্জের কলংক নিষিদ্ধ পল্লীকে পূনর্বাসনের মাধ্যমে উঠিয়ে দিয়েছি। আমি এখন রাজনীতি করি আল্লাহকে খুশি করার জন্য। যদি মনে করেন আমাকে দিয়ে কাজ হবে তাহলে আমার জন্য আপনারা খাইটেন।
মাদানী নগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, হবিগঞ্জের নূরে মদীনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া , সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক আব্দুল মতিন প্রধান প্রমূখ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান (পিক-আপ) মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি দেলোয়ার হোসেনসহ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
