নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশপ্রেম আগে,আইপিএল খেলার চেয়ে নিজ দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান জানান, দেশ প্রেম আগে ।
বিসিবি একাডেমিতে আজ মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান আরও বলেন, সবার আগে আমার দেশের খেলা, শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে যদি আমি থাকি, তবে আমি টেষ্ট খেলবো। আর যদি আমি টেষ্ট দলে না থাকি তাহলে আমি বিসিবিকে জানাবো ,যদি অনুমোতি দেয় তাহলে আমি আইপিএল খেলবো,আর অনুমোতি না দিলে খেলবোনা। আইপিএল খেলার চেয়ে নিজ দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেবো, সবার আগে দেশপ্রেম।
অথচ সাকিব আল হাসান ভারত সফরে আইপিএল খেলতে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সফর বাদ দিয়ে ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতিপত্র নিয়েছেন সাকিব আল হাসান । তবে সাকিবের বিষয়টি ভালোভাবে নেয়নি ক্রিকেট বোর্ড।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
