নারায়ণগঞ্জ বাণী২৪:নারায়ণগঞ্জের কোন মাদকের আস্তানা থাকবেনা বলে হুশিয়ার করে দিয়াছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম।
২৯জুলাই বুধবার দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারি বস্তি উচ্ছ অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, প্রায় ২শ বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই অবৈধ স্থাপনা। এখানে নিয়মিত মাদক বিক্রোতাদের বিরুদ্ধে অভিযান চালানো হত।তিনি বলেন গ্রেফতার, সাজা দেওয়া এমনকি বন্ধুক যুদ্ধের ঘটনাও এখানে ঘটেছে।
আর কেউই যেন এখানে অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য সড়ক ও জনপদ কে বলে দিয়েছি তারা ষেন সীমানা নির্মান করে।
প্রসঙ্গত নারায়ণগঞ্জের এই অবৈধ স্থাপনায় পড়ে উঠা মাদকের আস্তানা ভেঙে দেওয়ার ছিল নারায়ণগঞ্জবাসীর দির্ঘ দিনের।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
