নারায়ণগঞ্জ বানী২৪ঃঃ ২৯ এপ্রিল বুধবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮৮২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মোট ৪২ জন। ২৮ এপ্রিল কুধবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এ তথ্য জানা যায়। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫৫১ জন এবং মৃত্যু বরন করেছেন ২৮ জন।
রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছে মোট ১৩ জন এবং মৃত্যুবরন করেছেন ১ জন।
আড়াইহাজার উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ জন এবং আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সোনারগাঁ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ জন। তাদের মধ্যে মৃত্যু বরন করেছেন ২ জন।
বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ জন এবং মৃত্যু বরন করেছে ১ জন।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৫২ জন এবং আক্রান্তদের মধ্যে মৃতুবরন করেছেন ১০ জন।
এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় কারোনায় আক্রান্ত হয়েছে মোট ৬২৫ জন। এদের মধ্যে মৃত্যু বরন করেছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। অন্যরা বিভিন্ন ভাবে চিকিৎসাধীন আছেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
