নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালেন তত্বাবধায়ক গৌতম রায় সহ হাসপাতালের ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
১৫ এপ্রিল হাসপাতালটির তত্বাবধায়ক গৌদম রায় এ তথ্য নিশ্চিত করেন। ডা. গৌতম রায় নিজে অসুস্থ অবস্থায় অইসোলোশনে আছেন বলেও জানান তিনি।
এর আগে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের দুই জন ডাক্তার এবং হাসপাতালের তত্বাবধায়কের পিএ সহ ৩ জন আক্রান্ত হলে তাদের সংস্পর্শে আসা এত্র হাসপাতালে কর্মরত নার্স, ওয়ার্ডবয়, ষ্টোর বিপার, অফিস সহকারি সহ ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৫ এপ্রিল তাদের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ আসে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
