নারায়ণগঞ্জ বাণী নিউজঃ বাংলাদেশ ক্রিকেট দলে চলছে নারী কেলেঙ্কারির হিকির। একের পর এক ঘটেই যাচ্ছে নারী জনিত ঘটনা। বর্তমানে সাব্বিরের বিষয় নিয়ে সারা দেশে তোলপার চলাকালেই মোসাদ্দেক হোসেনের স্ত্রীর করা মামলায়া টনক নড়ে বিসিবির।
খালেদ মাসুদ সুজন গনমাধ্যেম কে বলেন, এ সকল ঘটনা খেলোয়ারদের ব্যক্তিগত হলেও বিসিবির এতে নিতে হবে সক্ত আবস্থান। তবে নাসির ও সাব্বিরের মামলা যেহেতু আদলতে বিচারাধীন তাই তাদের ব্যপারে সিদ্ধন্ত পরে নেওয়া হবে। ছাড় দেওয়া হবেনা সাব্বিরকে।
আজ দুপুরে মোসাদ্দেক হোসেন,নাসির হোসেন এবং সাব্বির আহম্মেদকে বিসিবিতে ডাকা হয়েছে বিচারের জন্য। দেওয়া হতে পারে ৩ মাস থেকে ১ বছরের সকল ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
