নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বীর মুক্তিুযোদ্ধা, সঙ্গিত পরিচালক ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল মৃত্যুবরন করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ২২ জানুয়ারি মঙ্গলবার সকালে রাজধানীর আফতাব নগরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
নিজ দেশের সর্বোচ্চ সম্মানা ”পুরস্কার একুশে পদক’ রাষ্টিপতি পুরস্কার, জাতীয় চলচিত্র পুরস্কার সহ পেয়েছে অনেক পুরস্কার। মৃত্যু কালে তার বয়স হয়েছেল ৬৩ বছর।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
