নিউজিল্যান্ড ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ব্যাট করছে আজ।

নারায়ণগঞ্জ বাণী নউিজঃ ৫ম দিনে ব্যাট করতে নেমে ৭ উইকটে হারয়িে ২৪২ রান সংগ্রহ নিউজিল্যান্ড । এর আগে চতুর্থ দিনে ইংল্যান্ডকে হতাশ করেছেন নিউ জিল্যান্ডের দুই ওপেনার। ৩৮২ রানের কঠিন লক্ষ্য তাড়ায় মাটি কামড়ে উইকেটে পড়ে আছেন টম ল্যাথাম ও জিত রাভাল। চতুর্থ দিন শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। এই রান করতে দুই ওপেনার খেলেছেন ২৩ ওভার। জয় দিয়ে সফর শেষ করতে উন্মুখ ইংলিশদের হতাশা আরও বাড়িয়েছে আবহাওয়া। আলোকস্বল্পতায় আগেভাগেই খেলা শেষ হয়ে যাওয়ায় নষ্ট হয় ২৪ ওভার। কোনোভাবেই নিউ জিল্যান্ডের শুরুর জুটি ভাঙেতে পারেননি অতিথিরা। ৭৯ বলে তিনটি চারে ২৫ রানে অপরাজিত ল্যাথাম। রাভাল খেলছেন ১৭ রানে। জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে আরও ৩৪০ রান চাই স্বাগতিকদের। হ্যাগলি ওভালে সোমবার ৩ উইকেটে ২০২ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান রুট ও ডাভিড মালান পৌঁছান ফিফটিতে। ৭ চারে ৫৩ রান করা মালানকে ফিরিয়ে ৯৭ রানের জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। ১২৮ বলে ৫৪ রান করা রুটকে বিদায় করে দেন নিল ওয়েগনার। এরপর তেমন কোনো জুটি গড়ে পারেনি অতিথিরা। তবে সবার ছোট ছোট অবদানে এগিয়ে যায় ইংল্যান্ড। ৩৬ রান করা জনি বেয়ারস্টোকে ওয়েগনার ফিরিয়ে দিলে ৯ উইকেটে ৩৫২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন রুট। ৯৪ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার ডি গ্র্যান্ডহোম। দুটি করে উইকেট নেন ওয়েগনার ও ট্রেন্ট বোল্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্যাস

যেসব এলাকায় আজ গ্যাস থাকবেনা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস পাইপলাইনে প্রয়োজনীয় কাজের জন্য আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস