নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ পরকিয়া করায় স্বামীর গোপন অঙ্গ কেটে দিলা গৃহবধূ । অফিস শেষ করে স্বামী বাসায় আসে মোবাইলে কথা বলতে থাকলে স্ত্রী রাগান্নিত হয়। তারপর মোবালই চেক করে ধারা পড়ে পরকিয়ার ঘটনা।
রাতের বেলায় স্বামী রাজেন্দ্রকে জোর করে অধিক পরিমানে মদ্য পান করায় গৃহবধূ। মদ্য পানে মাতাল করে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর
গোপন অঙ্গ কেটে দেয় গৃহবধু।
বুধবার করে রাজেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকা বাসী। এলাকাবাসী জানায়, রাতে অধীক চিৎকার শুৃনে তাদের ফ্লাটে
এসে রাজেন্দ্রকে এ অসস্থায় দেখতে পায় তারা। পরে তাকে হাসপাতালে নিয়ে আসে ।
এই ঘটনায় গৃহবধুকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূলত কি কারনে এমন ঘটনা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখেছে পুলিশ।
তবে স্বামী রাজেন্দ্র পুলিশের কাছে নিজের বন্ধু বলেই পরিচয় দিয়েছেন মহিলাটিকে। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার হরিচন্দনপুর এলাকায়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
