শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি

পলিটেকনিকের হোস্টেল খোলার নির্দেশ প্রদান শিক্ষা মন্ত্রণালয়ের

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ছাত্রবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তবে বেধে দেওয়া হয়েছে কিছু নির্দেশনা।

স্বাস্থ্যবিধি মেনে ছাত্রাবাস-ছাত্রীনিবাসে ৬০ শতাংশ শিক্ষার্থী অবস্থান করতে পারবে বলে  নির্দেশনায় বলা হয়েছ। এছাড়াও অন্য সকল নির্দেশনার মধ্যে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার, এবং শারীরিক দূরত্ব বজায় রাখা।


আগামী ২২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের পরীক্ষা।

১৭ ই ফেব্রুয়ারি বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ  নির্দেশ প্রদান করে। কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ একটি কেন্দ্রীয় কমিটি গঠন করবে একই সাথে পলিটেকনিগুলোতেও একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা যৌথভাবে পরীবীক্ষণ করবে  কেন্দ্রীয় কমিটি ও প্রতিষ্ঠানের মনিটরিং কমিটি।

 আবেদন করত এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*