নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত তাফসিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার এক শিক্ষকর বিরুদ্ধে ৮ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
১১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে অভিযোগের ভিত্তিতে শিক্ষক তাফসিরুল ইসলামকে (২৮) পুলিশ গ্রেফতার করে।
আটক তাফসিরুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ থানার গোমস্তাপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।
জান যায়, শিশুটি হটাৎ করে অশুস্থ হওয়ার পড় শিশুর মা-বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে বলাৎকারের বিষয়টি ধরা পরে। এরপর শিশুর সাথে কথা বলে জানা যায় , গত কয়েক দিন যাবৎ শিক্ষক তাফসিরুল ইসলাম তাকে বলাৎকার করে আসছিল।
এ ঘটনা জানা জানি হওয়ার পর এলাকাবাসী লম্পট শিক্ষকের বিচার দাবিতে মাদ্রাসার সামনে বিক্ষোভ মিছিল করে।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক বলেন, শিশুর বাবা থানায় অভিযোগ দায়ের করার পর সাথে সাথে অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক তাফসিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
