নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি শারিরিক ভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
১৯ জুলাই রবিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন। ওয়াহিদা জাফর সরকার শুক্লা নামের ব্যক্তিগত আইডি থেকে তিনি লিখেন, মাত্র বার্তা আসল আমি করোনা পজেটিভ।
করোনার হটস্পট নারায়ণগঞ্জের বন্দরে দেশের প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। তখন থেকেই তিনি করোনা বিস্তার রোধে উপজেলায় প্রসংশনীয় ভুমিকা পালন করেন। করোনা বিস্তার রোধে মাঠে কাজ করার কারনে তিনি এর আগেও তিনবার করোন পরীক্ষা করার পর তার কোভিড-১৯ নেগেটিভ এসেছিল।
তার সুদৃঢ় নেতৃত্বের কারনে বন্দর উপজেলায় করোনা বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে ফেসবুক আইডিতে মন্তব্য করে বন্দর উপজেলা সহকারি কমিশনার .ভূমি (এসিল্যান্ড) তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
