নারায়ণগঞ্জ বাণী নিউজঃ এবার মালয়েশিয়ার জোহার বাহরু শহরে বাংলাদেশি এক নাগরিকের গালে থাপ্পার মারল মালশিয়ার অভিবাসন অফিসার। এরই সাথে তার হাতে থাকা কিছু একটা দিয়ে বাংলাদেশি নাগরিকের মাথায় বার বার আঘাত করেছে অফিসার । এ নিয়ে গনমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওটিতে দেখা যায়.আঘাত করার পাশাপাশি বাংলাদেশির হাত ধরে স্ক্যানারে বসিয়েে এখানে এখানে চিৎকার করছে অফিসার।
মালশিয়ার অভিবাসন ডিজি মুত্তফার অালী জানিয়েছেন,অপরাধী অফিসারকে চাকরিচ্যুত করা হতে পারে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
