বাংলাদেশের টি২০ সিরিজ জয়, ইউএসেতে নতুন ইতিহাস।

নারায়ণগঞ্জ বাণী২৪ নিউজঃ ১৯ রানে ৩য় টি২০ ম্যাচে জয়ের মাধ্যেমে সিরিজটিও নিজের করে নিল বাংলাদেশ। ইউএসের মাটিতে প্রথমবার খেলতে নামা টাইগারা ছিল লাগামহীন। কোন ভাবেই তাদের রান কারা থেকে ও উইকেট নেওয়া থেকে বাধাগ্রস্থ করতে পারেনি কেউ। ১ম ম্যাচে হারলেও ২য় ম্যাচে ১২ রানে ও ৩য় ম্যাচে ১৯ রানের জয়ে টি২০সিরিজ জয়লাভ করে বাংলাদেশ।

বাংলাদেশ সৃষ্টি করল নতুন ইতিহাস ইউএসের মাটিতে। প্রবাসীদের আশা-ভালবাসার দিল প্রতিদান। ইউএসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভালবাসায় শিক্ত করেছিল প্রথম দিন, দেয়া হয়েছিল জমকালো সংবর্ধনা। এ যেন তারই ফল।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোল দলিয় ১৮৪ রান। বাংলাদেশের কেউই ব্যাক্তিগত বড় স্কোর না করলেও রানে এসেছে সবার ব্যাট থেকেই । লিটন দাসের ৩২ বলে ৬৪ রান, তামিমের ২১,মাহমুদউল্লার ২০ বলে ৩২ ও আরিফুলের ১৬ বলে ১৮ রানের উপর ভর করে বড় সংগ্রহে জয় পায় বাংলাদেশ।

১৭ তম ওভারে বৃষ্টি হানা দিলে ডার্ক লুইস পদ্ধতিতে ১৯ রানের জয় বাংলাদেশ। এরই সাথে ২-১ এ টি২০ সিরিজেও বিজয় পায় বাংলার দামাল ছেলেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ-৫ আসনে গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জি. নাহিদের মনোনয়ন পত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ বাণী২৪.কম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।