নারয়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারা বিশ্ব কাপছে প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমণে।চীন থেকে ছড়িয়ে পড়া্ এ ভাইরাস, ইতালী, স্পেন , আমেরিকা সহ বিশ্বের ১৯৮ টি দেশকে দাপিয়ে বেরাচ্ছে করোনা।
ইংলেন্ডও চালাচ্চে তান্ডব। মহামরি করোনায় এবাং আক্রান্ত হয়েছেন ব্রিটিস প্রধানমন্ত্রী বরিস জনসন।
বরিস জনসন নিজেই শুক্রবার টুইটারে এক ভিডিও পোস্ট করে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, করোনা টেস্পে ফলাফল পজেটিভ হওয়ায় তিনি নিজেই আইসোরেশনে গিয়েছেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
