নারায়ণগঞ্জ বাণী২৪ ঃ নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কভার্ড ভ্যানের চাপায় মোঃ জাকির মাল্লা (৪০) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে।
২৮ জুলাই বুধবার বন্দর উপজেলার মদনপুুর দি বারাকাহ হাসপাতালের সামনে রাস্তা পরাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার সাথে জড়িত একটি কভার্র্ড ভ্যান আটক করা হয়েছে এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জাকির মোল্লা সোনারগাঁ উপজেলার জামপুুর ইউনিয়নের তালতলা এলাকার মৃত শহিন মোল্লার ছেলে। তিনি আবুল খায়ের গ্রুপের একটি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পেছন থেকে একটি কভার্র্টভ্যান চাপা দেয়।
পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দি বারাকাহ হাসপাতাালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃৃত ঘোষণা করে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
