যুক্তরাষ্ট্রের কারাগারে ইফতারে হালাল খাদ্য প্রদানে নির্দেশ আদালতের।

নারাণগঞ্জ বণী নিউজঃ যুক্তরাষ্ট্রের  আলাস্কার অ্যাঙ্করেজ কমপ্লেক্সে কারাগারে শুকরের মাংশ ও চর্বি দিয়ে রান্না করা খাবার প্রদান কারা হয়। এই কারাগারে রয়েছে অনেক মুসলমান বন্দিরাও ।সকল কয়েদিকেই  শুকরের মাংশ ও চর্বি দিয়ে রান্না করা খাবার ভক্ষন করতে হয় । রমজান মাসেও মুসলিশ বন্দিদের ইফতারের জন্য খারারো রান্না করা হচ্ছে শুকারের মাংশ ও চর্বি ব্যাবহার করে । এরি প্রেক্ষিতে আমেরিকান মুসলিম রিলেশন্স (কেয়ার) এর পক্ষ থেকে আদালকে এই অবেদন করেন যে,মুসলিম কয়েদিদের ইফতারে যাতে হালাল খাদ্য প্রদান করা হয় ।

আদালত বিষয়টি আমলে নিয়ে মুসলিম কয়েদিদের শুকরের মাংস খেতে বাধ্য থাকবে না ও বিশেষ করে রামজান মাসে তাদের হলাল খাদ্যই প্রদান কারতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।