নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ইংরজি নববর্ষ উদযাপনে গতরাতে রাজধানী সহ সারাদেশে অনন্দে মেতে ছিল মানুষ। বর্ষবরনে আতসবাজি ফোটানো সহ উড়ানো হয়েছে ফানুস।
আর এতেই ঘটেছে বিপত্তি। ফানুস উড়ানো কারও কাছে আনন্দের হলেও তা আবার কারও সর্বস্ব হারানোর কারন হয়ে দাড়িয়েছে।
ফানুসে থাকা আগুনের দেশের বিভিন্ন স্থানে ঘটেছে অগ্নিকান্ডের ঘটনা। এতে প্রানহানীর ঘটনা না ঘটলেও মারাত্বক ভাবে ক্ষতি হয়েছে জান-মালের।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বলেন, ঢাকাসহ আশেপাশের কয়েটি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম এবং জরুরি সেবা ৯৯৯ এর কাছে। তবে কোন প্রানহানী হয়নি।
মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মাদপুর, মিরপুর, তেজগাঁও, খিলগাঁও, ডেমরা, যাত্রাবাড়ী, সূত্রাপুর, লালবাগ, রায়েরবাগ, কেরানীগঞ্জসহ আরও কিছু স্থানের বিভিন্ন জায়গায় বাসার ছাদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে।
এছাড়াও মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়ির ছাদে ও ধোলাইপাড় বড় মসজিদের পাশে একটি ভবনের ছাদেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের স্থানগুলোতে আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তবে কোনো আগুনই ভয়াবহ আকার ধারণ করেনি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
