নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রিহ্যাব মেলায় ফ্ল্যাট ও জমির বুকিং দিলেও এবার প্রথম বারের মতো দাফনের জন্য কবরের জমি বিক্রয়া করা হচ্ছে। সাথে বুকিং সহ নেওয়া হচ্ছে বুকিং মানি।
এমআইএস হোল্ডিংস নামের একটি প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে বুকিং।
দাফনের জন্য কবরের ৭ ফুট দৈর্ঘ্য এবং ৩.৫ ফুট প্রস্থের (২৪.৫ বর্গফুট) জমির দাম নির্ধারন করা হয়েছে ৩ লাখ ৩০ হাজার টাকা ও সার্ভিস চার্জ ১৫ হাজার সহ মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, পূর্বাচল রাওজাতুল জান্নাত প্রকল্পে ২০০ বিঘা জমির ওপর ৮ হাজার কবরের সংকুলান হবে । এখানে স্থায়ী কবর দিচ্ছি, যিনি জমি কিনবেন তাকে সাব-কাবলা রেজিস্ট্রিন করে দেওয়া হবে এই জমি। তবে আর কাউকে কবরের জন্য এ জমি দেওয়া হবেনা।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
