নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিঙ্গাপুরে চলে গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। ২০ স্টেপম্বর রবিবার সকাল ৭টার হজরত শাহাজালার আর্ন্তজাতিন বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের ফ্লাইটে ঢাকা ছড়েন তিনি।
বিজ্ঞানী ড. বিজন কুমার শীলের ঢাকা ত্যাগের বিষয়টি নিশ্চিত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি জানান,বিজ্ঞানী ড. বিজন কুমার শীলের ওয়ার্ক পার্মিড ভিসার মেয়াদ শেষ। পর্যটন ভিসায় তিনি বাংলাদেশে অবস্থান করে কাজ করতে পারবেন না। তাই তিনি ভিসার জন্য সিঙ্গপুরে চলে গেছেন । ড. বিজন কুমার শীল
তিনি আরও জানান, খুব শিগ্রই আমারা তাকে আমাদেরে সাথে পাবো বলে আশা রাখছি। আগামী ২ মাসের মধ্যে হয়তো আমার তকে আবারো আমাদের সাধে পাতে পারি। newsnarayanganj24. pressnarayanganj24, press narayanganj, live narayanganj
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. বিজন কুমার শীল গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিজেন্ট-অ্যান্টিবডি কিটসহ অন্কে বড় বড় প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন।
উল্লেখ্য যে, ড.বিজন কুমার বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক। তিনি পর্যটন ভিসায় বাংলাদেশে অবস্থান করছিলেন । গত ১ লা জুলাই তার ভিসার মেয়েদ শেষে হয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
