নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে ১০ বছরের শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটির বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক চিশতীয়া বেকারী এলাকায়।
৬ এপ্রিল শিশুর করোনায় আক্রান্তরে বিষয়টি নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা গত ২ দিন আগে শিশুটির বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ঢাকায় পাঠাই।পরে আজ সোমবার বিকেলে তার রির্পোট পাই যে শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত।
তিনি আরো জানান, নমুনা সংগ্রহ করার সময় শিশুটির পরিবারের সবাইকে আমরা বাড়ি থেকে বের না হওয়ার জন্য মানা করে আসি এবং তাদের সাথে সার্বোক্ষনিক যোগাযোগ রাখি।
তবে জাহেদুল হক বিয়টি নিয়ে আতংকিত না হয়ে সাবাইকে সচেতন হওয়ার আহবান জানান
সিদ্ধিরগঞ্জে করোনায়, সিদ্ধিরগঞ্জে করোনায়
NarayanganjBani24.com NarayanganjBani24.com
