কামরুজ্জামানঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৩জন সহ ৫জন নিখোঁজ হওয়ার ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন স্থানে উন্নত প্রযূক্তি ব্যাবহার করে ও সোর্সের মাধ্যমে অবস্থান নির্নয় করে তাদের উদ্ধার করা হয়। গতকাল নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে দুপুর পৌঁনে ২ টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার হারুন অর রশিদ(পিপিএম-বার),(বিপিএম-বার)।
পুলিশ সুপার জানান, সিদ্ধিরগঞ্জে ৫ জনের নিখোঁজ হওয়ার ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি হলে গার্মেন্টস কর্মকর্তা জামাল সরদার বাদী হয়ে দায়ের করা জিডির ভিত্তিতে অভিযান চালিয়ে জামাল সরদারের স্ত্রীর বড় ভাইয়ের ছেলে নাজিম উদ্দিন(১১)কে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের ইকোরিয়া এলাকায় নূরানী মাদ্রাসা থেকে এবং মেয়ে সুমাইয়াকে কেরাণীগঞ্জ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ । অপরদিকে জামাল সরদারের মেয়ে আশা মনি(১১) কে বি বাড়িয়া জেনারেল ল্যাবরেটরি স্কুল থেকে এবং প্রিয়ামনি(৪)কে কেরাণীঞ্জ এলাকা থেকে পুলিশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান. জামাল সরদারের স্ত্রী ফরিদা ওরফে নিপা বেগমের সাথে জনৈক সুমন (৩৪) এর সাথে পরকীয়া সম্পর্কের জের ধরে সুমন ফুসলিয়ে নিপাকে তাহদের ঘর থেকে স্বর্ণলংকার ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় প্রাথমিক ভাবে এমন ধারনা করছে পুলিশ।
পুলিশ সুপার জনতার উদ্দেশ্যে বলেন, প্রত্যেক পরিবারের পিতা মাতাকে সন্তানদের ব্যাপারে খোজ খবর রাখতে হবে ও পারিবারিক সচেতনতা বাড়াতে হবে। মাদক. সন্ত্রাস, জঙ্গীবাদ ও ভ’মি দস্যূদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান পুলিশ সুপার হারুণ অর রশিদ। নিপা ও সুমনকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে ও মামলার রহস্য উদঘাটন করে ভিকটিমদের আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
