নারায়ণগঞ্জ বাণী২৪ঃ .নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক রিগানের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ মে বুধবার সন্ধায় মেঘনা নদী থেকে এ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত রিগান (২৪) লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে সোনারগাঁয়ের একটি কারখানায় চাকুরি করত বলে জানা যায়।
পুলিশ জানায়, ঈদের ছুটিতে কর্মস্থল সোনারগাঁয়েই ঈদ উদযাপন করে রিগান। পরের দিন ২৬ মে দুই বন্ধুর সাথে মেঘনা পাওয়ার প্লান্টে ঘুরতে যায়। সেখানে একটি ড্রেনে পরে নিখোঁজ হয় রিগেন।
অনেক খুজাখুজির পর ২৭ মে বুধবার সন্ধায় মেঘনা নদীতে একটি লাশ ভেসে আসছে এলাকাবাসীর এমন খবর পেযে পুলিশ লাশ উদ্ধার করে নিশ্চিত হয় এটি রিগানের লাশ।
লাশ উদ্ধারকারী সোনারগাঁ থানার উপ-পরিদর্শক রোস্তম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, লাশ উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
