সোনারগাঁয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী নিহত

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ সোনারগাঁয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আলমগীর নামের এক মাদক ব্যাসায়ী নিহত হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। ২৪জুলাই মঙ্গলবার ভোরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী আগমন সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল. দুই রাউন্ড গুলি এবং ১৫শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১১ সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে ২৪ জুলাই মঙ্গলবার ভোরে সোনারগা উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী আগমন সিএনজি স্টেশনের সামনে পৌছলে মাদক ব্যাবসায়ী আলমগীর ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব ও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যাবসায়ীরা পিছু হটে । পরে ্একজনের লাশ পরে থাকতে দেখে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনা র‌্যাব-১১ এর হাবিলদার হাবিবুর রহমান ও কনস্টেবল মিজান তালুকদার আহত হয় । আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিকিৎসা গ্রহন করে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল , দুই রাউন্ড গুলি ও ১৫শত পিছ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী , তাহার বিরুদ্ধে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় ১৯ টি মামলা রয়েছে এর মধ্যে ১০টিই মাদক মামল। তাছারা নিহত আলমগীর পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত আসামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।