নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ছত্রীকে র্ধষণের অভিযোগ এনে মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাটের রামপালে একটি মাদ্রাসায় ছাত্রীনিবাসে থাকা এক ১০ বছরের মাদ্রাসাছাত্রীর সাথে এ ধর্ষণের ঘটনা ঘটে।
জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরী ফকিরহাটে তার নানা বাড়ি এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার ছাত্রীনিবাসে থেকে মাদ্রাসায় পড়ালেখা করতো। এর সূত্র ধরে মাদ্রাসার সাথে অবস্থিত মুদী দোকানদার ফেরদৌসের(১৮) সাথে সাধারন জানাশোনা হয়।
১১ এপ্রিল রাতে ফেরদৌস সু-কৌশলে মেয়েটিকে একটি ঘরে নিয়ে যায় ও তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
২০ এপ্রিল শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে আটক করে। এর আগে ১৮ এপ্রিল মুদি ব্যবসায়ী ফেরদৌস শেখ (১৮) কে আটক করে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষিতা ছাত্রীর মামা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দয়ের করার পর প্রধান দুই আসামীকে আমারা আটক করেছি ও বকি দুইজন কে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
