নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বেতন বৃদ্ধি সহ ১১ দফা দাবী পূরন না হওয়া পর্যন্ত সকল ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত থাকার ঘোষনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
২১ অক্টোবর সোমবার দুপুর পৌনে ৩টার দিকে বিসিবি একাডেমির সামনে জড়ো ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে মিডিয়ার সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন সাকিব আল হাসান।
তিনি বলেন, এই ধর্মঘটে জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটার সবই এই ধর্ষঘটের আওতায় থাকবে। জাতিয়ে লীগ থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট লীগ, আন্তর্জাতিক ক্রিকেট সহ খেলাই ধর্মঘটের অন্তর্ভুক্ত।
তিনি আরো বলেন, আমাদের দাবীগুলো মানা হবে ,তখন থেকেই আমারা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবো। আলোচনার মাধ্যেমেই সকল সাব কিছু সমাধান করা হবে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
