নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ জন। তবে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়নি কারও।
১৭ মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের রির্পোটের ভিত্তিতে এসব তথ্য জানা যায়।
নারায়ণগঞ্জ সহ সারাদেশে বেড়েই চলেছে করোনর প্রকোপতা। দেশে শীত কালীন সময়ে করোনার ভয়াবহতা নিয়ে ভয় থাকলেও ঘটতে চলেছে উল্টো ঘটনা। শীত পেড়িয়ে গ্রীম্ম কালীন সময়ে হটাৎ সারাদেশে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা ।
গত ২৪ ঘন্টায় জেলা থেকে ৪৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৩৫ জনের। নতুন সংগ্রিহীত ৪৩১ নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৭৯৭৯৩ জনের।
নতুন আক্রান্ত ৩৫ জন সহ মোট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯১৮২ জন এবং আক্রান্তদের মধ্যে মৃৃত্যুর হয়েছে মোট ১৬১ জনের।
করোনার দ্বিতীয় বছরে করোনা থেকে সুরক্ষা পেতে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের নির্দেশনা সমূহ..
- মাস্ক পড়ুন
- ভীর পরিহার করুণ
- সকল প্রকার জন সমাগম পরিহার করুন
- শারীরিক দুরত্ব বজায় রাখুন
- বার বার সাবান দিয়ে হাত ধুয়ে নিন
- ৪০ বছরের উপরে সকলেই টীকা নিন
-
নিশ্চিত করুণ নো মাস্ক নো সার্ভিস
NarayanganjBani24.com NarayanganjBani24.com
