নারায়ণগঞ্জ বানী২৪.কমঃ দেশে করোনা সংক্রমণের শুরু থেকে আজ আক্রান্তদের মধ্য সর্বোচ্চ মৃত্যু হয়েছে।
দত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫০২৬৮ জন।
নুতুমন আক্রান্ত সহ দেশের মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।
আক্রান্তদের মধ্য গত ২৪ ঘন্টায় সংক্রমণের ইতিহাসে দেশের সর্বোচ্চ মৃত্যু বরণ করেছে ১১৯ জন।নুতুন মৃত্যু সহ দেশের করোনায় আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ১৭২ জন।
সারাদেশে ২৪ গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০ জনের।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
