নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সকাল থেকেই নারায়ণগঞ্জ টু ঢাকা গামী সকল বাস চলাছল করতে দেখা যাচ্ছেনা। রাস্তা আটকে রাখা ফিটনেস বিহীন বাসও নেই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে। ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে প্রানের শহর চাষাড়া। সাধারন যাত্রিদের ভোগান্তি হলেও তাদের মনে তেমন ক্ষোভ নেই। চাষাড়া এলাকায় স্কুল-কলেজের ছাত্র-ছত্রিরা অবস্থান নিয়েছে সঠিক বিচারের দাবীতে।
এত সড়ক দূর্ঘটনা ঘটার পরেও কোন প্রতিকার না পাওয়া আন্দোলনে সারা দেশের মানুষ। গতকাও দেখা গেছে রাজধানী সহ কয়েক জায়গায় মর্মান্তিক দুঘটনা ঘটেতে ।
সড়ক দূর্ঘটনার প্রধান কারন হিসেবে ড্রাইভার দায়ি থাকলেও গাড়ির ফিটনের নিয়েও ভাব প্রয়োজন বলে মনে করছেন সাধারন মানুষ।