নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে ৪০০ সেনা সদস্য দ্বায়িত্ব পালন করবেন বলে যানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল রাকিব।
২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে , নির্বাচন আবাদ-সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপক্ষ করার লক্ষে জেল রিটানিং অফিসার কর্তিক আয়োজিত আইন সুঙ্খলা বাহিনীর সমম্বনয় সভায় ব্রিগেডিয়ার জেনারেল রাকিব একথা বলেন।
নারায়ণগঞ্জে ’র ইতিমধ্যে ৫ টি সেনা ক্যম্প স্থাপন করা হয়েছে। “ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার” অনুযায়ী রিটানিং
অফিসারের পরামর্শে ও অন্য সকল আইন সৃঙ্খলা বাহিনীর সাথে সমম্বয় করে সেনাবাহিনী কাজ করবে।
উল্লেখ্য যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ২৪ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত সারাদেশে সেনা মোতায়নের সিদ্ধান্ত নেয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
