নারায়ণগঞ্জ বণী২৪.কমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি দুই গ্রুপের সংঘর্ষে মারত্বক ভাবে আহত হয়েছেন।
৩ জাুনয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্যানেল মেয়র মতিউর রহমান মতি ‘র ও আদমজী নতুন বাজার এলাকায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সমর্থক আব্দুল হান্নান গ্রুপের সংঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গত কয়েক দিন যাবৎ একটি জায়গার মালিকানা নিয়ে দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। শালিসের মাধ্যেমে বিয়ষটি সমাধানের চেষ্টা করেও সমাধানে আসতে পারেনি কোন পক্ষ।
এরই জের ধরে ৩ জানুয়ারি দুই গ্রুপের লোজনের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। মারামারির এক পর্যায়ে মতিউর রহমান মারাত্বক ভাবে আহত হয়।
মতিউর রহমান মতিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতলে চিকিৎসা প্রদান করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ জানিয়েছেন, জমির মালিকানা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধেই মতিকে মারধর করা হয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
